
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসার জন্য ভারতে এসে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত কয়েক দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় উদ্বেগে পড়েছেন পরিবারের সদস্যরা।
আনোয়ারুল আজিম আনারের খোঁজে শনিবার ভারতে এসেছেন তাঁর ভাইপো সাইমনসহ আরও তিনজন। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা কোনও খোঁজ পাননি। তাকে খুঁজে বের করতে ভারতীয় কর্তৃপক্ষ চেষ্টা করছে।
এবিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী আবদুর রউফ বলেন, ‘গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার হয়ে চিকিৎসার জন্য ভারতে আসেন আনার। তিনি পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় বন্ধু গোপালের বাড়িতে ওঠেন। ১৩ মে পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় সংসদ সদস্যের। পরের দিন ১৪ মে একবার কথা হওয়ার পর তাঁর মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা।’
আবদুর রউফ আরও বলেন, ‘আনোয়ারুল আজিম আনার নিখোঁজ থাকার বিষয়টি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে অবগত করেছেন। নিখোঁজের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন গোয়েন্দা বিভাগ খোঁজ নিতে শুরু করেছেন।’
গোদের উপর বিষফোঁড়া সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। ফলে সদিচ্ছা থাকলেও প্রয়োজনীয় ফোর্সের অভাবে বরানগর থানা সহ ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারী অফিসাররা তদন্তে গতি আনতেও পারছেন না।
নির্বাচনকালীন সময়ে রাজ্য পুলিশের হাত পা কিছুটা বাধা হলেও ভারতে বাংলাদেশী এমপি নিখোঁজের এমন ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার দিনভর মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়ির আশেপাশে দেখা দিয়েছে আধিকারিকদের সেন্ট্রাল আইবির আধিকারিকদের। সূত্রের খবর সুস্থ শরীরে যেভাবে হোক নিখোঁজ বাংলাদেশী এমপির সন্ধান বার করে তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রের খবর প্রতিমুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। করা হচ্ছে সমস্ত ধরনের সহযোগিতা।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪